Wisse News: সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা ফেলেছে ভারত, সূর্যের দিকেও সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযানে চেপে রওনা হওয়ার জন্য তৈরি হচ্ছেন চার ভারতীয়। দক্ষিণ ভারতের কেরালায় চলছে এ নিয়ে জোর গবেষণা ও প্রশিক্ষণ। উল্লেখ্য তারা এর আগে ১৩ মাস রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এই অভিযান সফল করতে ইসরো থেকে পুরো দেশ মুখিযে আছে। কারণ এই মহাকাশ অভিযান সফল হলে ভারত হবে চতুর্থ দেশ, যারা নিজেদের তৈরি মহাকাশযান করে মানুষ পাঠাবে মহাকাশে।
এর আগে আছে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীন। যারা এভাবে মহাকাশে মানুষ পাঠিয়েছে। যদিও চার দশক আগে রাকেশ শর্মা, মহাকাশে গিয়েছিলেন কিন্তু সেটা রাশিয়ার যানে চেপে। কিন্তু এই প্রথমবার চারজন ভারতীয় ভারতের তৈরি মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দেবেন।
ভারতের এই ঐতিহাসিক মহাকাশ অভিযানের নাম ‘গগনযান’।
এই মানুষ্যবাহী মহাকাশযানে প্রথমে অবশ্য একজন নারীরূপী রোবট প্রথমে মহাকাশে যাবেন। তার নাম ‘ব্যোম-মিত্রা’। ব্যোম অর্থে মহাকাশ, এই রোবটটিও অনেকটা প্রথম মানবদেহী রোবট সোফিয়ার মতোই দেখতে।
ব্যোম-মিত্রা’ মহাকাশে যাবে এ বছরই, পরের বছর ২০২৫ সালে রওনা হবেন চার মহাকাশচারী। এই চার মহাকাশচারী সকলেই ভারতীয় বিমানবাহিনীর পাইলট।
চার অফিসার হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা।
চার মহাকাশচারীর জামাই ব্যাচ লাগিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও ইসরোর প্রধান শ্রী এস সোমনাথ।
মহাকাশে গগন যানের ভিতর এনারা তিন দিন থাকবেন এবং গগন যান ৪০০ কিলোমিটার দূরের একটি কক্ষপথে অবস্থান করবে তারপর আবার ফিরে আসবে।
এই মহাকাশচারীরা রাশিয়ায় ১৩ মাসের কঠোর প্রশিক্ষণ নেওয়ার পরেও এখনো চলে তাদের প্রতিদিন নিয়মিত কঠোর প্রশিক্ষণ।