Connect with us

খেলা

বয়স ভাঁড়ানোর অভিযোগের ভিত্তিতে ইস্টবেঙ্গল, ছোটদের লিগ থেকে বহিষ্কৃত

Published

on

Wisse News: বয়স ভাড়ানোর অভিযোগের ভিত্তিতে অনূর্ধ্ব-১৭ যুব লিগ থেকে বহিষ্কার করা হল ইস্টবেঙ্গলকে। শুক্রবার এই রায় জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল সংস্থা। মূলত মোহনবাগান এই অভিযোগ করেছিল।

মোহনবাগানকে গত বছর ডিসেম্বর মাসে অনূর্ধ্ব-১৭ লিগের ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এর পরেই শুরু হয় অশান্তির। মোহনবাগান অভিযোগ করে ইস্টবেঙ্গল বেশি বয়সের ফুটবলার খেলানোর বিরুদ্ধে। মোহনবাগান এই অভিযোগ করে এআইএফএফের সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম (সিআরএস) কে। সেখানে সব ফুটবলারকে নিজের তথ্য দিতেই হয়। এবং সেখানেই একজন ফুটবলারের নামে একাধিক রেজিস্ট্রেশন ও আধার কার্ড রয়েছে বলে অভিযোগ তোলা হয়।

মোহনবাগানের তোলা অভিযোগে জানানো হয়েছে, ইস্টবেঙ্গল অতীতে অনূর্ধ্ব-১৩ তে একজন খেলোয়াড় কে খেলিয়েছিল যে কলকাতা লিগেও বিভিন্ন ক্লাবের হয়ে নিয়মিত খেলেছে। সেই একই ফুটবলার ভুয়ো কাগজপত্র দিয়ে তাঁকে অনূর্ধ্ব-১৭ লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে। মোহনবাগান সেই ফুটবলারের সমস্ত কাগজপত্র প্রমাণ স্বরূপ এআইএফএফ-কে আর এক বার খতিয়ে দেখার অনুরোধ করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্রিকেট

আয়ারল্যান্ড প্রথমবার আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিল

Published

on

Wisse News: দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার আফগানিস্তানকে সবাইকে হারিয়ে আয়ারল্যান্ডকে জেতালেন অধিনায়ক অ্যান্ডি বলবির্নি। টেস্ট ক্রিকেটে প্রথম বার আয়ারল্যান্ড ম্যাচ জিতল। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক খুব ধৈর্য ধরে ইনিংস খেলে এই ম্যাচটি কে জেতান।
যদিও টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিন্তু মাত্র ৫৪.৫ ওভারে ১৫৫ রানেই প্রথম ইনিংস শেষ হয় তাদের। ওপেনার ইব্রাহিম জাদরান (৫৩), করিম জনত (৪১) ছাড়া কেউই রান পাননি। অন্যদিকে কার্টিস ক্যামফার (৪৯), পল স্টার্লিং (৫২) এবং লোরগান টাকারের (৪৬) করে প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে আয়ারল্যান্ড। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসের লড়াই করতেই পারেনি।

হাসমাতুল্লা শাহিদি (৫৫) ,রহমানুল্লা গুরবাজ়ের (৪৬) কাঁধে ভর দিয়ে দ্বিতীয় ইনিংসে ২১৮ তোলে তারা। এদিকে আয়ারল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১১১ রান। প্রথম দিকে খুব তাড়াতাড়ি চারটি উইকেট পড়ে গেলেও অধিনায়ক বলবির্নি (অপরাজিত ৫৮) এবং টাকারের (অপরাজিত ২৭) দাপটে শেষ পর্যন্ত ছয় উইকেটে জিতে যায় আয়ারল্যান্ড।

Continue Reading

খেলা

ইতিহাস গড়েও আচমকা উড়িষ্যার কাছে হার, ফলত আটেই আটকে গেল ইস্টবেঙ্গল

Published

on

Wisse News: সম্প্রতি ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে খেলা হয়েছিল ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসি। অতীতে এই মাঠেই সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। কিন্তু আচমকা সেই মাঠেই বৃহস্পতিবার হেরে গেল লাল হলুদ জার্সি।

প্রথমে ওড়িশার বিরুদ্ধে মাত্র ৩২ সেকেন্ডে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এবং আইএসএলে সেটাই ছিল ইস্টবেঙ্গলের দ্রুততম গোল। কিন্তু পিভি বিষ্ণুর সেই গোলে জয় এল না। বরং ওড়িশার বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ম্যাচ শুরু হতেই গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে ওড়িশার হয়ে গোল করেন ডিয়েগো মরিশিয়ো। প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের গোল শোধ হয়ে যায়।

এরপরই শুরুতে ইস্টবেঙ্গলের খেলায়, যে ক্রমাগত আক্রমণ দেখা গেছিল তা নিস্তেজ হয়ে যায়। আর সেই সুযোগ নষ্ট করেননি মরিশিয়ো। তাঁকে আটকাতে গিয়ে ফাউল করে ফেলেন অজয় ছেত্রী। সাথে সাথে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তারপরই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি আইএসএলে সাত গোল করে ফেলা মরিশিয়ো। ওদিকে ভেঙ্গে পড়া লাল হলুদ গোলরক্ষক প্রভসুখেন গিল সঠিক দিকে ঝাঁপ দিয়ে গোল আটকাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল বহু চেষ্টা করে নিজেদের আধিপত্য বজায় রাখার।কিন্তু তাতে লাভ হল না। প্রিন্সটন রেবেলোর ৬১ মিনিটের মাথায় কর্নার থেকে মারা ভয়ঙ্কর শট ইস্টবেঙ্গলের ডিফেন্ডার ভিক্টর ভাসকুয়েসের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। তারপর থেকে দুই দলই আক্রমণে গেলেও আর নতুন করে কোন গোল হয়নি এবং শেষ দিকে লাল হলুদ জার্সি কে একেবারে ভেঙে পড়তে দেখা যায়। চিন্তায় পড়ে যান কুয়াদ্রতে। সামনেই যে পর পর ম্যাচ। ৬ মার্চ গোয়ার বিরুদ্ধে, ১০ মোহনবাগান সুপারজায়ান্টের বিরুদ্ধে।

আপাতত, ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে আট নম্বরেই রইল ইস্টবেঙ্গল।

Continue Reading

খেলা

১২ বছরের দুর্ভাগ্য কাটিয়ে সুপার কাপ জয় ইস্ট বেঙ্গলের | আজ ট্রফি নিয়ে শোভাযাত্রা

Published

on

Wisse News: অবশেষে দীর্ঘ বারো বছরের ট্রফি খরা কাটিয়ে আবার ভারতসেরা ইস্ট বেঙ্গল | ওড়িশা FC কে ৩-২ গোলে হারিয়ে ভুবনেশ্বর এ সুপার কাপ জিতে নিলো ইস্ট বেঙ্গল | টানটান এই ম্যাচ এ দুদল ই দুরন্ত ফুটবল উপহার দিয়েছে | প্রথমে গোল করে এগিয়ে যায় ওড়িশা | বোরহা হেরেরা সামান্য ভুল কে কাজে লাগিয়ে দুরন্ত গোল করে ওড়িশা কে এগিয়ে দেন সুযোগ সন্ধানী স্ট্রাইকার দিয়েগো মরিসিও | প্রথমার্ধে ইস্ট বেঙ্গল আর গোল শোধ করতে পারেনি |

দ্বিতীয়ার্ধে মহেশ নামার পর ওড়িশা কে প্রবল চাপে ফেলে দেয় ইস্ট বেঙ্গল | মহেশের ডিফেন্স চেরা থ্রু পাস থেকে মাথা ঠান্ডা রেখে ফিনিশ করেন নন্দকুমার | গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন এই ফুটবলার | এর পরে 60 মিনিটের মাথায় রেফারীর ভুলে পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল | ফল এর সাথে বোরহা র কোনো টাচ যে হয়নি সেটা রেফারী বোরহার পিছন থেকে বুঝতে পারেননি | যদিও কিছু আগেই একটা ন্যায্য পেনাল্টি তিনি দেন নি নন্দকুমারকে ফেলে দেওয়া সত্ত্বেও | পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করেন সল্ ক্রেসপো | এরপরে বোরহা কে কুনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুরতাদা ফল |

১০ জনের ওড়িশা কে আরো দ্রুত আক্রমণের চাপে ফেলতে কোচ বিষ্ণু কে নামান | কিন্তু দুটি ওপেন গোল মিস করার অমার্জনীয় ভুল করায় একটু পরেই বিষ্ণু কে তুলে সায়ন কে নামিয়ে দেন কোচ | সায়ন যথেষ্ট ভালো খেলে বুঝিয়ে দিচ্ছেন বিষ্ণু কে চ্যালেঞ্জ করার জন্য তিনি রেডি | বিষ্ণু র ভুল টা না হলে নির্ধারিত সময়ে হাসতে হাসতে ম্যাচ জিতে যেত ইস্টবেঙ্গল | কিন্তু ইনজুরি টাইম এর শেষ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ওড়িশা | জাহু র গোল থেকে সমতা ফিরিয়ে ম্যাচ কে অতিরিক্ত সময়ে নিয়ে যায় ওড়িশা | এই  সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সৌভিক মাঠ ছাড়ায় ১০ জন হয়ে যায় ইস্ট বেঙ্গল | ট্রফির কাছে এসেও একটুর জন্য না পাওয়ার দুর্ভাগ্য যখন ইস্ট বেঙ্গল সমর্থক দের মনে চেপে বসছে তখন জয়ের গোল এনে দেন ক্যাপ্টেন ক্লেইটন | এর আগে অনেকবার দুর্ভাগ্যের শিকার হয়ে ট্রফি হারালেও আজ শেষ পর্যন্ত ভাগ্যের চাকা ঘোরা শুরু হয়ে গেলো ইস্ট বেঙ্গল এর |

সমর্থকরা আজ এয়ারপোর্ট থেকে ক্লাব তাবু অবধি শোভাযাত্রা করে ট্রফি নিয়ে যাবে ক্লাব তাঁবুতে | এবং সেখানেই রাখা থাকবে সমর্থকদের দেখার জন্য | প্রসঙ্গত শোনা যায় ATK র সাথে মার্জ করার পর মোহনবাগান সুপার জায়েন্ট ক্লাব ট্রফি তাদের ক্যাবিনেটে এ রাখার অধিকার পায়নি | CESC র সদর দফতর থেকে কখনও সখনও আনা হয় দেখাবার জন্য |

কলিঙ্গা সুপার কাপ 2024-এ যারা পুরস্কার জিতলেন 

সেরা গোলরক্ষক: লালথুয়াম্মাউইয়া রালতে  (ওড়িশা এফসি)
সেরা ডিফেন্ডার: হিজাজী মাহের (ইস্ট বেঙ্গল)
সেরা মিডফিল্ডার: আহমেদ জাহু (ওড়িশা এফসি)
সর্বোচ্চ গোলদাতা: ক্লিটন সিলভা (ইস্ট বেঙ্গল)
কলিঙ্গা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ইসাকা রালতে (ওড়িশা এফসি)

কলিঙ্গা সুপার কাপে, দলগুলি নিম্নলিখিত প্রাইজমানি পেয়েছে:

শিরোপা জয়ী ইস্টবেঙ্গলকে 25 লক্ষ টাকা |
ওড়িশা এফসি, রানার্স আপ দল, 15 লক্ষ টাকা |

কলিঙ্গা সুপার কাপের সমস্ত বিজয়ীকে টুর্নামেন্টে তাদের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসাবে একটি ফলক এবং 2,50,000 টাকার চেক প্রদান করা হয়েছে |

কলিঙ্গা সুপার কাপ 2024-এ সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছে:

ক্লিটন সিলভা (ইস্ট বেঙ্গল)- 5 গোল
দিয়েগো মাউরিসিও (ওড়িশা এফসি)- ৩ গোল
আহমেদ জাহৌহ (ওড়িশা এফসি)- ৩ গোল

Continue Reading
Advertisement
দেশ3 hours ago

মহাকাশে গিয়ে ফের ইতিহাস সৃষ্টি করতে চলেছেন চার ভারতীয়

কর্মখালি3 hours ago

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’য় গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগ

ক্রিকেট3 hours ago

আয়ারল্যান্ড প্রথমবার আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিল

খেলা3 hours ago

বয়স ভাঁড়ানোর অভিযোগের ভিত্তিতে ইস্টবেঙ্গল, ছোটদের লিগ থেকে বহিষ্কৃত

কর্মখালি3 hours ago

১৭ ডিসেম্বর হওয়া ২৫তম সেটের ফল প্রকাশিত ! কীভাবে দেখবেন রেজাল্ট, কাট অফ মার্কস?

কলকাতা1 day ago

২০২৫-এর উচ্চ মাধ্যমিক দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

খেলা1 day ago

ইতিহাস গড়েও আচমকা উড়িষ্যার কাছে হার, ফলত আটেই আটকে গেল ইস্টবেঙ্গল

কলকাতা1 day ago

শিয়ালদহে বহু ট্রেন বাতিল শনিবার থেকে , টানা চার দিন ভোগান্তি আপ-ডাউন লাইনে

বিদেশ1 day ago

বহুতলে হঠাৎ আগুন লেগে ঢাকায় মৃত অন্তত ৪৫, আশঙ্কাজনকভাবে আহত আরও বহুজন

জ্যোতিষ2 days ago

সাপ্তাহিক রাশিফল (৩ মার্চ ২০২৪ – ৯ মার্চ ২০২৪ )

দুর্গা পূজা ২০২৩5 months ago

লালাবাগান সার্বজনীন দুর্গাপূজা

দেশ5 months ago

ভারত থেকে বেশকিছু কূটনীতিক দের সিঙ্গাপুর, মালয়েশিয়ায় সরালো কানাডা

কলকাতা5 months ago

ফ্ল্যাট বিক্রির জালিয়াতির কেস এ অভিনেত্রী নুসরাতের কাছে আরও নথি চাইল ইডি

কর্মখালি5 months ago

পুলিশে 412 ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি

দুর্গা পূজা ২০২৩5 months ago

সল্টলেকে বি কে ব্লক এর মণ্ডপ সজ্জা | দেখুন কিভাবে সেজে উঠছে |

দেশ5 months ago

বানজারা হিলস রোটারী ক্লাব এর উদ্যোগে মৃত্যু পথযাত্রী নিঃসঙ্গ মানুষ দের জন্য Sparsh Hospice

দেশ5 months ago

ব্যবসার ক্ষেত্রে ভারতের ভিসা সাসপেনশন কি প্রভাব ফেলতে পারে ?

দেশ1 month ago

৭ টাকা দামের রাম কিট জীবন বাঁচাবে অনেকের

কলকাতা5 months ago

Madan Mitra: ‘আমি মদন মিত্র, বুকের পাটা ফুলিয়ে বলছি…মোদিজি যাচ্ছেন,’ CBI হানার পর বললেন মদন

কর্মখালি5 months ago

গ্রন্থাগারিক, পিটিআই এবং সহকারী অধ্যাপক পদের বিজ্ঞপ্তি

দুর্গা পূজা ২০২৩5 months ago

বিবেকানন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির দূর্গা পূজা

দুর্গা পূজা ২০২৩5 months ago

লালাবাগান সার্বজনীন দুর্গাপূজা

দুর্গা পূজা ২০২৩5 months ago

গোলাঘাটা সম্মিলনী পূজা কমিটির দুর্গাপূজা

দুর্গা পূজা ২০২৩5 months ago

হাতিবাগান সার্বজনীন দুর্গাপূজা

দুর্গা পূজা ২০২৩5 months ago

আহিরীটোলা সার্বজনীন দুর্গাপূজা

দুর্গা পূজা ২০২৩5 months ago

কুমোরটুলি সার্বজনীন দুর্গাপুজো

দুর্গা পূজা ২০২৩5 months ago

নলিনী সরকার স্ট্রীটের সার্বজনীন দুর্গাপুজো

দুর্গা পূজা ২০২৩5 months ago

আজাদহিন্দবাগ সার্বজনীন দুর্গোৎসব

দুর্গা পূজা ২০২৩5 months ago

মানিকতলা লোহাপট্টি চালতাবাগান এর দূর্গা পুজো

দুর্গা পূজা ২০২৩5 months ago

লেকটাউন অধিবাসী বৃন্দের দূর্গা পূজা

Trending