কলকাতা: আজ দশমী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলে উমা বরণ (Durga Puja 2023)। সিঁদুর খেলায় মাতেন তারকারাও। পঞ্চমীতে মুক্তি পেয়েছে ‘দশম অবতার’। প্রথম পাঁচ দিনে কত টাকার ব্যবসা করল ছবি? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
চোখের জলে উমাকে বিদায়, বরণ সারলেন টলি-তারকারা
‘আরবানা’র বাসিন্দা শুভশ্রী এবং রাজ এদিন সকালে বরণডালা হাতে নিয়ে মাকে বিদায় জানাতে হাজির হন। শুভশ্রীর পরনে ছিল লাল-পাড় সাদা শাড়ি। হাতে ছিল শাঁখা-পলা, সোনার গয়না। বরণের সময় আঁচল টেনে মাথায় ঘোমটাও দেন শুভশ্রী। তাঁর সঙ্গে রং মিলিয়ে সাদা কুর্তা পরেছিলেন রাজও। দশমীতে সিঁদুর খেলা, দেবীবরণে জমজমাট ভবানীপুরের মল্লিকবাড়ি। পরিবারের সবার সঙ্গে আড্ডা, নাচে মাতলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। রবিনসন স্ট্রিটে তাঁর মায়ের আবাসনের পুজোয় সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিবারের সঙ্গে কাটালেন সময়। রবিনসন স্ট্রিটে তাঁর মায়ের আবাসনের পুজোয় সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিবারের সঙ্গে কাটালেন সময়। হাজরা পার্ক সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে দেবীবরণ করেন অপরাজিতা আঢ্য, সায়নী ঘোষ। ঢাকও বাজালেন অপরাজিতা। সুরুচি সঙ্ঘে দশমীর বিকেলে প্রতিমা দর্শনে পৌঁছে যান নুসরত জাহান ও যশ। রাজডাঙা নব উদয় সঙ্ঘে যেন চাঁদের হাট। হাজির ছিলেন পায়েল সরকার, প্রিয়ঙ্কা, সোহিনী সরকার, মধুমিতা সরকার। ত্রিধারা সম্মেলনীতে দেবীবরণে হাজির ছিলেন টলি পাড়ার দম্পতি দেবলীনা-গৌরব। ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
জলের তলায় ডুবে যাচ্ছেন রশ্মিকা?
পরিচালক রাহুল রবীন্দ্রন (Rahul Ravindran) প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর (The Girlfirend) প্রথম ঝলক আনলেন প্রকাশ্যে (First Look Out)। দেখা মিলল ছবিতে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার (Rashmika Mandanna) ঝলক। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হল জলের তলায় অভিনেত্রীর লুক। প্রকাশ্যে আসা ‘অ্যানাউন্সমেন্ট টিজার’ সামনে আসার পর মনে করা হচ্ছে এই ছবি মূলত সাইকোলজিক্যাল-থ্রিলার-হরর-ক্রাইম ঘরানার হতে চলেছে। নেপথ্য কণ্ঠ শুনে মনে করা হচ্ছে এমন এক ব্যক্তির গল্প বলবে এই ছবি যে শুধুমাত্র তাঁর প্রেমিকাকেই চায় এবং আর কিছুই তাঁর কাছে জরুরি নয়। প্রকাশ্যে আসা ভিডিওয় কোনও ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে এক কণ্ঠ। তেলুগু ভাষায় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি ওকে এতটা ভালবাসি যে ওর পরিবার বা বন্ধু কাউকেই আর প্রয়োজন নেই… ওর শুধু আমাকেই প্রয়োজন। আমি ওকে ২৪ ঘণ্টা আমার সঙ্গে চাই, শুধু আমার সঙ্গেই। কিন্তু ওকে আমার প্রেমিকা বলা বা আমার নিজের বলা অন্য উচ্চতার।’
প্রথম ৫ দিনে কত টাকার ব্যবসা করল সৃজিতের ‘দশম অবতার’?
দুর্গাপুজোয় (Durga Puja 2023) মাতবে বঙ্গবাসী, আর প্রেক্ষাগৃহে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছবি আসবে না, তা কি হয়? বিগত কয়েক বছরে এটাই যেন নিয়ম। পুজোর মরশুমে বাঙালি দর্শককে হলে টেনে নিয়ে যান সৃজিত। ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘দশম অবতার’ (Dawshom Awbotaar)। ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, প্রথম পাঁচ দিনে এই ছবি কত টাকার ব্যবসা করল? উৎসব মুখর শহরে মানুষের মন কতটা জয় করতে পারল এই ছবি? এদিন প্রযোজনা সংস্থা ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে যে প্রথম পাঁচ দিনে সৃজিতের ছবি মোট সাড়ে তিন কোটি টাকার উপরে ব্যবসা করেছে। বৃহস্পতিবার ছবির মুক্তি হয় অর্থাৎ চারদিন-ব্যাপী উইকেন্ড, তার সঙ্গে সোমবারের হিসেব যোগ হয়েছে। অপর একটি পোস্টে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে যে এই পাঁচ দিনে, ‘দশম অবতার’ দেখতে হলমুখী হয়েছেন ১.৮ লক্ষ দর্শক।
আরও পড়ুন: Prabhas Birthday:প্রভাস মানে ব্যর্থতা থেকে ‘অ্যাকশন-প্যাকড কামব্যাক’? নায়কের ৪৪তম জন্মদিনে ফিরে দেখা…
ভাইরাল রজনীকান্তের ‘লুক-অ্যালাইক’
কেরলের (Kerala) কোচির (Kochi) ভেঙ্কটেশ্বর হোটেলের (Venkateswara Hotel) মালিক সুধাকর প্রভু (Sudhakar Prabhu) আপাতত ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। কেন? তাঁর চেহারার সঙ্গে থালাইভা রজনীকান্তের (Rajinikanth) চেহারার চোখে পড়ার মতো মিলের কারণে। কেরলের এক চায়ের স্টল সামলান তিনি এবং নিজের অজান্তেই তাঁর সাজগোজে ছাপ পড়ে রজনীকান্তের। এখন তিনি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেরলের কোচির সুধাকর প্রভু এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় চা-বিক্রেতা তিনি। কিন্তু হঠাৎ দেখলে মনে হতে পারে কোনও ছবির চরিত্রের জন্য বিশেষ সাজে দাঁড়িয়ে রয়েছেন দক্ষিণী তারকা রজনীকান্ত। কিন্তু ভাল করে দেখলে বুঝবেন, রজনীকান্ত নন, এই ব্যক্তি তারকার ‘লুক-অ্যালাইক’। অর্থাৎ তাঁদের একই ধরনের দেখতে। সুপারস্টারের সঙ্গে এই ব্যক্তির মিল বেশ চোখে পড়ার মতো। ক্রেতাদের হাতে চায়ের কাপ তুলে দেওয়ার সময় তাঁর একটি ক্যাচলাইনও আছে। তিনি বলতে থাকেন, ‘যা আপনারা পান, তা পান না… যা আপনারা পান না, তা কখনওই পান না।’ স্থানীয় মানুষের কাছে তিনি ইতিমধ্যেই স্টার হয়ে গিয়েছেন। কোচির এক সিনেমার দলের নজরে পড়েছে রজনীকান্তের সঙ্গে ওই ব্যক্তির মিল। এত মিল দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন ক্রুয়ের সদস্যরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Read More