<p><strong>কলকাতা: </strong>চিত্রকরের চরিত্রে এবার অভিনেতা টোটা রায় চৌধুরী (Tota Roychowdhury)। সাইবার প্রতারণার শিকার অভিনেতা আফতাব শিবদাসানি (Aftab Shivdasani)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। </p>
<p class=”article-title “><strong>’পিকাসো’-র রহস্য সমাধানে সামিল সৌরভ-সৃজলাও</strong></p>
<p class=”article-title “>তাঁর কেরিয়ারের সম্ভবত অন্যতম ভাল সময়টি কাটাচ্ছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। টলিউড থেকে বলিউড.. এমনকি ওয়েব সিরিজেও বেশ আলোচিত হওয়ার মতোই কাজ করে চলেছেন তিনি। আর সেই তালিকায় এবার নতুন সংযোজন ‘পিকাসো’। রাজা চন্দ (Raja Chaknda) পরিচালিত এই ওয়েব সিরিজে একজন চিত্রকরের ভূমিকায় দেখা যাবে টোটাকে। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সৌরভ দাস (Sourav Das), সৃজলা গুহ (Srijla Guha), রোজা পারমিতা দে (Roza Paromita De), দেবপ্রসাদ হালদার (Debproshad Haldar), রাহেলী ও কাভ্য়া ভৌমিক ও অন্যান্যরা। এই কাহিনী মূলত থ্রিলার।</p>
<p class=”article-title “><strong>’ফওদা’-র ডোরন এখন বাস্তবেও যুদ্ধক্ষেত্রে</strong></p>
<p class=”article-title “>’এটা ওয়েস্ট ব্যাঙ্ক নয়, এখানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা… জায়গাটার নাম গাজা’, তুমুল সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘ফওদা’-র (Fauda Star Lior Raz) এই সংলাপ অনেকের মেরুদণ্ড দিয়েই হিম ঠান্ডা স্রোত বইয়ে গিয়েছিল। পর্দার সে সংলাপ যে অতিকথন ছিল না, তা এখন হয়তো বুঝতে পারছেন কেউ কেউ। মিল শুধু এখানেই নয়। ‘ফওদা’-র অন্যতম প্রধান চরিত্র ডোরন কাবিলিও ‘রিল লাইফে’ শত সতর্কবার্তায় কান না দিয়ে পৌঁছে গিয়েছিলেন বিপজ্জনক মিশনে। বাস্তবে এক পথ ধরলেন ডোরন চরিত্রের অভিনেতা লিওর রাজ (Lior Raz In Israel Palestine War)। হামাসের রকেট হামলায় আটকে পড়া দুই পরিবারকে বাঁচাতে পৌঁছে গেলেন দক্ষিণ ইজরায়েলের (Actor Lior Raz In Extraction Mission) Sderot শহরে।</p>
<p class=”article-title “><strong>’ফাগুনের মোহনা’ ধারাবাহিকে নতুন চরিত্রের প্রবেশ</strong></p>
<p>সান বাংলার ‘ফাগুনের মোহনা’য় এবার বড়সড় চমক আসতে চলেছে। উত্তেজনার পারদ এবার তুঙ্গে। আয়ুষ ও রুমঝুমের মাঝে এবার আসছে ‘অরুণাভ’। এই অরুণাভর চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে ঋজু বিশ্বাসকে (Riju Biswas)। ধারাবাহিকে আসতে চলেছে নতুন চরিত্র। টেলিভিশন জগতে ঋজু অত্যন্ত পরিচিত মুখ। ‘বউ কথা কও’, ‘তোমায় আমায় মিলে’-এর মত বহু জনপ্রিয় মেগা সিরিয়ালে ঋজু দাপিয়ে কাজ করেছেন। তবে সব সিরিয়ালের নিপাট ভাল মানুষের চরিত্রে দেখা গিয়েছে ঋজুকে। এই প্রথম ‘ফাগুনের মোহনা’য় ধূসর চরিত্রে দেখা যাবে তাঁকে।</p>
<p class=”article-title “><strong>সাইবার প্রতারণার শিকার অভিনেতা আফতাব শিবদাসানি</strong></p>
<p class=”article-title “>সাইবার প্রতারণার (Cyber Fraud) শিকার বলিউড অভিনেতা (Bollywood Actor) আফতাব শিবদাসানি (Aftab Shivdasani)। খোয়ালেন দেড় লক্ষ টাকা। একটামাত্র টেক্সট মেসেজ, তার লিঙ্কে ক্লিক করতেই অঘটন। রবিবার এমনভাবেই প্রতারণার শিকার হলেন অভিনেতা। মঙ্গলবার জানা যায় ফোনে একটি টেক্সট মেসেজ পান আফতাব শিবদাসানি। সেখানে তাঁর প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকা অ্যাকাউন্টের ‘KYC’ (Know Your Customer) বিবরণ আপডেট করতে বলা হয়। পুলিশ সূত্রে মিলেছে এমনই খবর। ঘটনাটি ঘটেছে রবিবার। পরের দিন এই নিয়ে একটি মামলাও রুজু করা হয়েছে। বান্দ্রা পুলিশ স্টেশন সূত্রে জানা গেছে। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, ‘অভিনেতা তাঁর ফোনে এক অচেনা নম্বর থেকে মেসেজ পান। সেখানে তাঁকে বলা হয় যে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা KYC বিবরণ আপডেট করতে হবে নয়তো তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। সেই মেসেজে দিয়ে দেওয়া লিঙ্কে ক্লিক করেন অভিনেতা আফতাব শিবদাসানি। নির্দেশ মেনে কাজ করতেই তাঁর ফোনে অপর একটি মেসেজ ঢোকে যেখানে লেখা ছিল তাঁর অ্যাকাউন্ট থেকে ১,৪৯,৯৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে।'</p>
<div class=”section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle”>
<div class=”uk-text-center”>
<div id=”div-gpt-ad-6601185-5″ class=”ad-slot” data-google-query-id=”CPrqvLaB7IEDFSyJrAIdsPEAAA”>
<p class=”article-title “><strong>প্রকাশ্যে ‘টাইগার ৩’ ছবিতে ক্যাটরিনার লুক</strong></p>
<p class=”article-title “>বড়পর্দায় ফের জুটি বাঁধবেন সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। মুক্তির অপেক্ষায় ‘টাইগার ৩’ (Tiger 3)। এবার অ্যাকশন অবতারে প্রকাশ্যে এল ক্যাটরিনার লুক পোস্টার (Look Poster Out)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল সলমন খানের পোস্ট। আসছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। আবারও জুটি বাঁধছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। দীপাবলির ছুটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টাইগার ৩’। বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এল স্পাই এজেন্ট জোয়ার লুক। আর দিন কয়েক পরই প্রকাশ্যে আসবে ছবির বহুপ্রতীক্ষিত ট্রেলার। ফের অ্যাকশন পোজে নজর কাড়লেন অভিনেত্রী। দড়ি ধরে ঝুলতে ঝুলতে পিস্তল দিয়ে শ্যুট করতে দেখা গেল তাঁর পোস্টারে। কালো চামড়ার জ্যাকেট ও প্যান্ট পরে, উঁচু করে পনিটেল বেঁধে পারফেক্ট ফাইটার। সলমন এই পোস্টার শেয়া করে ক্যাপশনে লেখেন, ‘আগুনের সঙ্গে লড়াই আগুন দিয়েই, এই হল জোয়া।’ অপেক্ষারত অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এই ছবি। </p>
<p class=”article-title “>আরও পড়ুন: <a title=”Nushrratt Bharuccha: ‘চারিদিকে বোমা বিস্ফোরণ, সাইরেনের শব্দে ঘুম ভাঙে’, ইজরায়েলে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা নুসরতের” href=”https://bengali.abplive.com/entertainment/bollywood-actress-nushrratt-bharuccha-recalls-horrific-experience-after-returning-from-israel-1015640″ target=”_blank” rel=”noopener”>Nushrratt Bharuccha: ‘চারিদিকে বোমা বিস্ফোরণ, সাইরেনের শব্দে ঘুম ভাঙে’, ইজরায়েলে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা নুসরতের</a></p>
<p class=”article-title “><strong>ইজরায়েল-হামাস যুদ্ধে ‘নৃশংসভাবে’ খুন হলেন ভারতীয় অভিনেত্রীর বোন ও ভগ্নিপতি</strong></p>
<p class=”article-title “>ইজরায়েল-হামাস সংঘর্ষে (Israel Palestine War) গাজা-সংলগ্ন এলাকায় মৃত্যুমিছিল। হামাসের বিরুদ্ধে অসংখ্য মানুষকে পণবন্দি করার অভিযোগ উঠেছে। গত কয়েকদিনে মৃত্যু হয়েছে ২৪০০-এর বেশি মানুষের। এই যুদ্ধে নিজের পরিবারের দুই সদস্যকে হারালেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুরা নায়েক (Madhura Naik)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই খবর দেন অভিনেত্রী। তাঁর দাবি, অভিনেত্রীর বোন ও তাঁর স্বামীকে ‘নৃশংসভাবে হত্যা করা হয়’। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ‘নাগিন’ অভিনেত্রী মধুরা নায়েক। তাঁর তুতো বোন অর্ডায়া ও তাঁর স্বামীকে জঙ্গীরা নৃশংসভাবে হত্যা করেছে বলে জানান অভিনেত্রী। তাঁর কথা অনুযায়ী সেখানে উপস্থিত ছিলেন অর্ডায়ার দুই সন্তানও। মধুরা পোস্টে জানান, ইজরায়েলেই দুই সন্তানের উপস্থিতিতে জঙ্গীরা মেরে ফেলেন তাঁর বোন ও ভগ্নিপতিকে। তিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘অ্যাম ইজরায়েলি চাই। আই স্ট্যান্ড উইথ ইজরায়েল। এছাড়াও ইজরায়েল = প্যালেস্তাইন দ্বারা অধিকৃত, অন্যভাবে নয়। যাঁদের জ্ঞান বা ইতিহাসের অভাব রয়েছে তাঁরা খ্রীষ্টপূর্ব ৫৬০-এ ফিরে যান!’ </p>
<p dir=”ltr”><em><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন</strong></em></p>
<p dir=”ltr”><em><strong><a href=”https://t.me/abpanandaofficial” target=”_blank” rel=”noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://t.me/abpanandaofficial&source=gmail&ust=1697038433166000&usg=AOvVaw0tvu1i0WzCpSn0cDUnj0iG”>https://t.me/abpanandaofficial</a></strong></em></p>
</div>
</div>
</div>