নয়াদিল্লি: সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত ‘টাইগার ৩’ (Tiger 3) ছবি মুক্তি পাবে ১২ নভেম্বর। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিংও (advance booking response)। তাতে দর্শকের থেকে মিলেছে ব্যাপক সাড়া। ট্রেড এক্সপার্টদের (trade expert) মতে ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনেই।
অগ্রিম বুকিংয়েই ঝড় ‘টাইগার ৩’ ছবির
YRF স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন ‘টাইগার ৩’। ১২ নভেম্বর, দীপাবলির আবহে মুক্তি পাবে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত, মণীশ শর্মা পরিচালিত এই ছবি। রবিবার, ৫ নভেম্বর, শুরু হয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’র পর টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। বহু প্রতীক্ষায় ছিলেন দর্শক, তা প্রমাণিত প্রথম দিনের বিক্রি হওয়া টিকিটের পরিমাণ থেকেই।
পিভিআরের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘দীপাবলির দিন মুক্তি পাওয়া সত্ত্বেও আমরা ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে ১ লক্ষ টিকিট বিক্রি করে ফেলেছি, যার মধ্যে প্রথম দিনেরই ৬০ হাজার টিকিট রয়েছে। সারা দেশজুড়ে সলমন খানের বিপুল অনুরাগী থাকার কারণে এবং দক্ষিণ ভারতের তামিল ও তেলুগু ভাষায় ডাবিং ভার্সনের জন্য, এই ছবি এত বিপুল পরিমাণ দর্শক আকর্ষণ করতে পেরেছে যা ছাপিয়ে গিয়েছে হিন্দি বেল্টকেও।’
একাধিক ট্রেড অ্যানালিস্ট ও হল মালিকদের মতে, এই ছবি প্রথম সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার করে ফেলতে পারবে। কারণ প্রথম সপ্তাহ লম্বা এবং উৎসবের। প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ জানান, ‘টাইগার ৩’-এর অগ্রিম বুকিংয়ের পরিমাণ খুবই আশাব্যাঞ্জক। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছবি হিসেবে খুবই ভাল প্রতিক্রিয়া পেয়েছে অগ্রিম বুকিং। সকাল পর্যন্ত, জাতীয় চেন – পিভিআর, আইনক্স ও সিনেপলিস প্রায় ৬৩ হাজার মতো টিকিট বিক্রি হয়েছে। ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর সঙ্গে এর তুলনা করা উচিত হবে না’। রবিবার, দীপাবলির দিনই মুক্তি পাচ্ছে এই ছবি, যে সন্ধ্যায় বেশিরভাগ বাড়িতে লক্ষ্মী পুজো হবে, বাঙালিরা মাতবেন কালী পুজোয়। ফলে অনেকেই হয়তো সোমবার যেতে পারেন ছবি দেখতে বা ‘স্পট বুকিং’ হতে পারে টিকিটের। তবে মুক্তির তারিখ যত এগিয়ে আসবে ততই ভাল করে বোঝা যাবে কেমন সাড়া পাচ্ছে ‘টাইগার ৩’।
আরও পড়ুন: ‘Mithai’ Re-run: ছোটপর্দায় ফিরছে মিঠাই ও উচ্ছেবাবুর গল্প, পুনরায় সম্প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক
সলমন খানের শেষ ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ভাইজানের বিপুল ফ্যানবেসও রক্ষা করতে পারেনি ছবিটিকে। তবে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির নিজস্ব ফ্যান তো আছেই। যদিও এই ছবির ব্যবসার ক্ষেত্রে বারবার শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রসঙ্গ এলেও ট্রেড অ্যানালিস্টরা মুক্তির সময়, এবং আরও একাধিক বিষয় মাথায় রেখে এই তুলনা টানতে চাইছেন না। মুক্তির দিনেই বাড়ি বাড়ি পুজো থাকার কারণে অনেকেই মনে করছেন ফার্স্ট ডে কালেকশন কমও হতে পারে। প্রসঙ্গত, সলমন-ক্যাটরিনার এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। এছাড়া এই ছবিতে ‘পাঠান’ শাহরুখ খানের ক্যামিও রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Read More