কলকাতা: ইংল্যান্ডকে দুরমুশ করে দুরন্ত জয় পেল শ্রীলঙ্কা। বিশ্বকাপ শুরুর আগেই ইডেনে দেওয়াল ভেঙে বিপত্তি। এক নজরে খেলার সব খবর।
শ্রীলঙ্কার বড় জয়
শতরানের পার্টনারশিপে শ্রীলঙ্কার হয়ে চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নাগাড়ে দ্বিতীয় জয় সুনিশ্চিত করলেন পাথুম নিসঙ্কা (Pathum Nissanka) ও সাদিরা সামারাবিক্রমা (Sadeera Samarawickrama)। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৬ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নিল দ্বীপরাষ্ট্র। লঙ্কান ওপেনার নিসঙ্কা ৭৭ ও সামারাবিক্রমা ৬৫ রানে অপরাজিত থাকলেন।
মাত্র ১৫৭ রান তাড়া করতে নেমে শুরুটা কিন্তু শ্রীলঙ্কা একেবারেই ভালভাবে করতে পারেনি। নতুন বল হাতে ইংল্যান্ডের হয়ে আগুন ঝরান ডেভিড উইলি (David Willey)। তিনিই দুই উইকেট নেন। কুশল পেরেইরাকে নিজের প্রথম ওভারেই চার রানে ফেরানোর পর নিজের তৃতীয় ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসকে ফিরিয়ে বড় ধাক্কা দেন তিনি। মাত্র ২৩ রানে দুই উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল সেই অবস্থা থেকে অনবদ্য ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন নিসঙ্কা ও সামারাবিক্রমা।
ইডেনে বিপত্তি!
শহরে বিশ্বকাপ (ODI World Cup 2023) বোধনের আগেই বিপত্তি। জেসিবির ধাক্কায় ভাঙল ইডেনের (Eden Gardens) ৩ নম্বর গেট লাগোয়া একটি দেওয়াল। শনিবার, ২৮ অক্টোবর ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। প্রথম ম্যাচ ঘিরে একদিকে প্রস্তুত হচ্ছে ক্রিকেটের নন্দনকানন। তার মাঝেই ঘটল এই বিপত্তি। বিশ্বকাপের মহারণ শুরু হওয়ার আগে আজ ইডেন গার্ডেন্স পরিদর্শন করে দেখেন কলকাতার পুলিশ কমিশনার।
আইপিএলের নিলাম দুবাইয়ে?
রমরমিয়ে চলছে বিশ্বকাপের আসর। তবে এরই মাঝে পরের বছরের আইপিএলের (IPL 2024) প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আসন্ন বছরের আইপিএল নিলামের (IPL 2024 Auction) আসর ভারতে নয়, বরং ভারতের বাইরেই বসবে। ছয়টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজিত দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্য়স্ত থাকবে। এর পাশাপাশি মহিলাদের প্রিমিয়ার লিগের পাঁচ ফ্রাঞ্জাইজির মালিকরা সকলেই আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকবে। সেই কারণেই আইপিএলের নিলাম দেশের বাইরে আয়োজন করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
গত বছর আইপিএলের নিলাম ডিসেম্বর মাসে আয়োজিত করা হয়েছিল। এবারের নিলামটিও সেই সময়েই আয়োজন করা হবে বলে খবর। সেটি দুবাইয়ে আয়োজিত হতে পারে। তবে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামটি (WPL 2024 Auction) ভারতেই আয়োজিত হবে। সেটিও ডিসেম্বর মাসে আয়োজন হওয়ার কথা। যদিও আইপিএল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে সপ্তাহের মাঝে হলেও, ১৮ বা ১৯ ডিসেম্বর এটি আয়োজিত হতে পারে বলে খবর।
কলকাতায় ফিরছেন শাকিব
শাকিব আল হাসান মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর দলের সঙ্গে কলকাতায় না এসে উড়ে গিয়েছিলেন বাংলাদেশে। যা নিয়ে হৈ চৈ পড়ে যায়। পরে জানা যায়, নিজের ব্যক্তিগত কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে তালিম নিতে গিয়েছেন শাকিব। নিজের পারফরম্যান্সে তিনি এতটাই অখুশি যে, বিশ্বকাপের মাঝপথে নিজেকে আরও ঘষামাজা করে নিতে চেয়েছেন। যদিও প্রশ্নও উঠে যায়। বলা হয়, অ্যালান ডোনাল্ডের মতো কিংবদন্তি জাতীয় দলের কোচ হিসাবে থাকা সত্ত্বেও কেন ব্যক্তিগত প্রশিক্ষকের প্রয়োজন পড়ল শাকিবের? চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেলেননি শাকিব। তিনি ঢাকায় ফেরার পর জল্পনা ছড়িয়ে পড়ে, তাহলে কি নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন না শাকিব?
তবে বাংলাদেশ শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শাকিব বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন। শুক্রবার দুপুরে দলের সঙ্গে পুরোদমে প্র্যাক্টিসও করবেন। ডাচদের হারিয়ে একটা মরণকামড় দিতে তৈরি বাংলাদেশ। আর সেই প্রত্যাঘাতে নেতৃত্ব দিতে মুখিয়ে শাকিব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অর্থকষ্টে ভুগছেন গ্রেগ চ্যাপেল ! বন্ধুরা চালু করলেন অর্থ সংগ্রহের কাজ
Read More