উজ্জ্বল মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ইন্ডিয়া জোটের মঞ্চে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে একমঞ্চে দাঁড়ানোয় উঠেছে দ্বিচারিতার অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্যে এসে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) বললেন, বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নই ওঠে না। একই সুর অধীর চৌধুরীরও। সিপিএমের এখানে কিছুই নেই, ওদের সঙ্গে আমরাই জোট করব না, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
বাংলা প্রবাদে আছে, ‘যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন জন’। বিজেপিকে ক্ষমতা থেকে হঠানোর জন্য মোদি বিরোধী ইন্ডিয়া জোটের মঞ্চে এসেছে ২৬টি দল। বাংলায় আক্ষরিক অর্থেই আদায়-কাঁচকলায় সম্পর্ক, একেবারেই সুজন না হলেও, একইমঞ্চে পাশাপাশি দাঁড়িয়েছেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও সীতারাম ইয়েচুরিও। যা ঘিরে সিপিএমের অন্দরেই উঠেছে দ্বিচারিতার অভিযোগ। এই নিয়ে এবার বাংলায় এসে অবস্থান স্পষ্ট করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
বললেন, রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার প্রশ্ন ওঠে না। বাংলায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। সিপিএম সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কোনও প্রশ্নই ওঠে না। কতদিন সঙ্গে থাকবে, কবে বিজেপির সঙ্গে সমঝোতা করবে, তার জবাব জনতা দেবে। আজ বলছেন, লড়তে চান। আসুন লড়ুন। দেখি, কতদিন থাকেন। কতদূর থাকবেন, তা ওঁর উপর নির্ভর করছে।’
একই সুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বলেন, ‘এ বাংলায় আমরা অত্যাচারিত। তৃণমূল অত্যাচারী। অত্যাচারীর সঙ্গে অত্যাচারিতের যা সম্পর্ক, আমাদের সঙ্গে ওদের তাই সম্পর্ক।’
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘উনি (সীতারাম ইয়েচুরি) এসেছেন ঠিক করতে, ওঁরা কার সঙ্গে থাকবেন। আরে আমরা নেব না ওঁদের। সিপিএমের সঙ্গে বাংলায় তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’
আসন্ন ৫ রাজ্য়ের ভোটেও ইন্ডিয়া জোট এক হয়ে লড়ছে না। কার্যত কোথাও তাদের মধ্য়ে সমঝোতা হয়নি।
প্রসঙ্গত, বিরোধীদের তৈরি জোট I.N.D.I.A-তে রয়েছে তৃণমূল। জোটে রয়েছে সিপিএমও। পশ্চিমবঙ্গে সিপিএম এবং তৃণমূলের সম্পর্ক রাজনৈতিকভাবে সাপে-নেউলে। সিপিএম-নেতৃত্বাধীন বামেদের হঠিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। ধীরে ধীরে বাংলায় ক্ষমতা হারিয়ে বিধানসভায় শূন্য হয়েছে সিপিএম। তবে এ রাজ্যে রাজনৈতিক কর্মসূচি চলছে বামেদের। পঞ্চায়েত স্তরে লড়াইও দিয়েছে।
আরও পড়ুন ; ‘বাকিরা উপহার নেন না?’…মহুয়া-বিতর্কে TMC সাংসদের পাশে CPIM-এর ইয়েচুরি
Read More