Sikkim Cloudburst: ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সিকিমে (Sikkim)। উত্তর সিকিমের (North Sikkim) লোনাক হ্রদের উপর মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) জেরেই ঘটেছে বিপত্তি। ভেঙে গিয়ে চুংথাম বাঁধ। ফুঁসছে তিস্তা নদী (Teesta River)। অস্বাভাবিক হারে বেড়েছে জলস্তর। প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে রাস্তাঘাট, বাড়িঘর। বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে বিস্তীর্ণ এলাকায়। বানভাসি (Flash Flood) হয়েছে সুবিশাল এলাকা। সিকিম পুলিশের (Sikkim Police) তরফে রিপোর্ট পেশ করে জানানো হয়েছে কোন কোন অঞ্চলে রাস্তাঘাটে ভেঙে গিয়েছে। নজর দেওয়া যাক সেইদিকে।
গ্যাংটক এবং সংলগ্ন এলাকায় পাঁচটি জায়গায় বিপর্যস্ত হয়েছে রাস্তাঘাট
১। ডিস্ট্রিক্ট কোর্ট, গ্যাংটক হয়ে তামাং গুম্পা পর্যন্ত বন্ধ রয়েছে রাস্তা।
২। সিংটাম থেকে ৩২ নম্বর পর্যন্ত ১৪ মাইল রাস্তা ওয়ান ওয়ে খোলা রয়েছে।
৩। সিংটাম থেকে রংপো যাওয়ার রাস্তা ১৯ মাইল পর্যন্ত বন্ধ রয়েছে।
৪। সিংটাম থেকে দিকচু যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে।
৫। সিংটাম থেকে সাং যাওয়ার রাস্তা পরিষ্কার রয়েছে।
সিকিম পুলিশ জানিয়েছে, গ্যাংটক জেলার বাকি সমস্ত রাস্তা খোলা এবং পরিষ্কার রয়েছে। জিম নিয়ে যাতায়াত করা যাবে।
দেখে নেওয়া যাক প্যাকইয়ংয়ের কোন রাস্তার হাল কেমন
১। বারাপাথিং থেকে চোচেন যাওয়ার রাস্তা ৪ মাইল বন্ধ রয়েছে।
২। হাল্কা যানবাহন যাতায়াতের জন্য খোলা রয়েছে রংপো থেকে রোরাথাং যাওয়ার রাস্তা।
৩। বিমানবন্দর যাওয়ার জন্য প্যাকইয়ং থেকে রোরাথাং- এর যে রাস্তা ব্যবহার হয় তা বন্ধ রয়েছে। পরিবর্ত রাস্তা হিসেবে নোপ গাঁও হয়ে দুঘালাখা- এই রুটে যাওয়া যাবে।
প্যাকইয়ং জেলার অন্যান্য রাস্তা খোলা রয়েছে জিম নিয়ে যাতায়াত করার জন্য।
মানগান- এও বিপর্যয়ের প্রভাব পড়েছে, ভেঙে গিয়েছে রাস্তাঘাট
১। মানগান থেকে দিকচু যাওয়ার রাস্তা ফিদাং ব্রিজের কাছে বন্ধ রয়েছে।
২। মানগান থেকে ফোডোং হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তা খোলা রয়েছে।
৩। মানগান থেকে চুংথাং যাওয়ার রাস্তা টুং ব্রিজের কাছে বন্ধ রয়েছে।
টুং ব্রিজ এবং তার উপরের অংশে সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে রাস্তাঘাটের অবস্থা প্রসঙ্গে কিছু জানা যায়নি। মানগান জেলার অন্যান্য রাস্তা খোলা রয়েছে। জিপ নিয়ে যাতায়াত করা যাবে।
জেনে নেওয়া যাক নামচি এবং সংলগ্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা
১। রাবাংলা থেকে ইয়াংগাং যাওয়ার রাস্তা গোগুনে এলাকায় বন্ধ রয়েছে।
২। ফোংলা হয়ে বেরমিয়ক থেকে নামচি যাওয়ার একটি রাস্তা রয়েছে। এই রাস্তা বেদঘড়ি এলাকার কাছে বন্ধ রয়েছে।
৩। জোরথাং থেকে মেল্লি যাওয়ার রাস্তা বন্ধ রয়েছ থুলো গোলাই, মাঝিতার এবং দশম মাইলের কাছে বন্ধ রয়েছে।
৪। নামথাং-মামরিং হয়েছে রংপো থেকে নামচি যাওয়ার যে রাস্তা রয়েছে তা বন্ধ রয়েছে নরক-ঝোড়ার কাছে।
৫। ডামথাং-টেমি হয়ে নামচি থেকে সিংটাম যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে গাম্মন এবং ইন্দ্রাণী ব্রিজের কাছে।
৬। লাভাং থেকে লেগশিপ যাওয়ার রাস্তা ট্রি হাউসের কাছে বন্ধ রয়েছে।
৭। দেনচুং হয়ে নামচি থেকে জোরথাং যাওয়ার রাস্তা খোলা রয়েছে।
৮। কিতাম হয়ে নামচি থেকে মেল্লি যাওয়ার রাস্তা পরিষ্কার রয়েছে।
উল্লিখিত রাস্তাগুলি ছাড়া নামচির অন্যান্য রাস্তাঘাট জিপ নিয়ে যাতায়াতের জন্য খোলা রয়েছে বলে জানিয়েছে সিকিম পুলিশ।
সিকিমের বিপর্যয়ের প্রভাব দেখা গিয়েছে গ্যালশিং এবং সংলগ্ন এলাকার রাস্তাতেও
১। ডেনতাম থেকে পেলিং/গ্যালশিং যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে বিবি লাল ব্রিজের কাছে যা ডেনতামেই অবস্থিত। পরিবর্ত রাস্তা হিসেবে ইনটেক হয়ে গন্তব্যে যেতে পারেন।
২। উতরে থেকে সোপাখা যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে।
গ্যালশিং জেলার বাকি রাস্তা খোলা রয়েছে। জিপ নিয়ে যাতায়াত সম্ভব। এর পাশাপাশি সোরেং জেলার সমস রাস্তাও পরিষ্কার এবং খোলা রয়েছে। জিম নিয়ে যাতায়াত করা যাবে বলে জানিয়েছে সিকিম পুলিশ।
১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি
১। সিংটামের কাছে 19th mile এলাকায় বন্ধ রয়েছে রাস্তা।
২। মেল্লি, পশ্চিমবঙ্গ থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা 29th mile- এর কাছে বন্ধ রয়েছে।
৩। লিখায় ভিড়- তিস্তার কাছে থাকা এই অংশের রাস্তা পশ্চিমবঙ্গের আওতাধীন যা বন্ধ রয়েছে।
৪। মেল্লি, সিকিম থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা মেল্লি বাজারের কাছে বন্ধ রয়েছে এবং এটিও পশ্চিমবঙ্গের আওতায়।
আরও পড়ুন- প্রবল বর্ষণের জেরে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা
Read More