হায়দরাবাদ: ২০১৬ সালে শেষবার আইপিএল খেতাব ঘরে তুলেছিল এই ফ্র্যাঞ্চাইজি। ডেভিড ওয়ার্নারের (David Warner) নেতৃত্বে সেবার আরসিবির বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল আইপিএলের কমলা ব্রিগেড। কিন্তু এরপর থেকে আর ট্রফি জয়ের স্বাদ পায়নি ফ্র্যাঞ্চাইজি। এবারের নিলামে তাই নতুন মরসুম শুরুর আগে নিজেদের দলটিকে আরও শক্তশালী করে তোলাই লক্ষ্য ছিল সানরাইজার্সের। সেই মতই নিলামের টেবিলে বড় চমক দিয়েছিল তাঁরা প্যাট কামিন্সকে রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়ে। একটা সময় অজি পেসারই ছিলেন আইপিএলে নিলামের ইতিহাসে সর্বােচ্চ দর ওঠা কোনও প্লেয়ার। যদিও পরে মিচেল স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ খরচ করে নিয়ে নেয় কেকেআর। তবে সানরাইজার্স তাদের দলে তুলে নিয়েছে আরও এক বিশ্বকাপজয়ী অজি প্লেয়ারকে। তিনি ট্রাভিস হেড। ২ কোটি বেস প্রাইসের হেডকে ৬ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স।
বিশ্বকাপ ফাইনালে হেডের শতরান এখনও ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে দগদগে ঘা। তাঁর ইনিংসটিই ভারতের হারের অন্যতম কারণ বলা যেতে পারে। এবার সেই হেডকেই দলে নিয়ে নিল অরেঞ্জ আর্মিরা। হেডকে দলে নেওয়ার বিষয়ে দলের বোলিং কোচ মুরলিথরণ বলছেন, ”আমরা ভীষণভাবে ওকে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একজন বাঁহাতি ওপেনিং ব্য়াটার, যে প্রয়োজনে স্পিন বোলিংটাও করতে পারবে। আমি একেবারেই আশা করিনি যে ওকে এই দামের মধ্যে পেয়ে যাব আমরা। কারণ সাম্প্রতিক সময়ে ওর টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম যা, তা সত্যিই ঈর্ষণীয়।”
এছাড়াও নিলাম থেকে ভারতীয় পেসার জয়দেব উনাদকাটকে ১ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স। এছাড়া শ্রীলঙ্কার স্পিনার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে মাত্র ১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স। ২ তরুণ ক্রিকেটার আকাশ সিংহ ও সুব্রহ্মণ্যনকে বেস প্রাইস ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স।
এক নজরে সানরাইজার্স হায়দরাবাদের পূর্ণাঙ্গ দল
এইডেন মারক্রাম, ভুবনেশ্বর কুমার, ময়ঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, আনমোলপ্রীত সিংহ, ফজলখ ফারুখি, গ্লেন ফিলিপ্স, হেনরিচ ক্লাসেন, মার্কো ইয়েনসেন, ময়ঙ্ক মার্কাণ্ডে, নীতিশ কুমার রেড্ডি, রাহুল ত্রিপাঠি, শাহবাদ আহমেদ, সানভীর সিং, টি নটরাজন, উমরান মালিক, উপেন্দ্র সিং যাদব, ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জয়দেব উনাদকাট, ওয়ানিন্দু হাসারঙ্গা, আকাশ সিংহ, যথাবেদ সুব্রহ্মণ্যন।
Read More