Connect with us

বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোন 15 প্রো, আইফোন 15 প্রো ম্যাক্স বিক্রি ভারতে অ্যাপলের স্মার্টফোন শেয়ার বাড়াতে চলেছে

Published

on

হাই-এন্ড আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলির বেশি আমদানি ও বিক্রি অ্যাপলকে ভারতের স্মার্টফোন বাজারের একটি বড় অংশ দখল করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। রয়টার্সের সাথে একচেটিয়াভাবে শেয়ার করা বাজার বিশ্লেষক কাউন্টারপয়েন্টের তথ্য অনুসারে, কোম্পানিটি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের সমস্ত স্মার্টফোন বিক্রি তে 7 শতাংশের মতো বৃদ্ধি আশা করেছে, যা 2023 সালের প্রথমার্ধের 5 শতাংশ থেকে বেড়েছে।

টেক জায়ান্টটি তার ফ্ল্যাগশিপ ডিভাইসের বিক্রি হ্রাসের ট্রেন্ড এর মধ্যে ভারতকে তার পরবর্তী বড় বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্র হিসাবে দাবি করছে। এর সরবরাহকারীরা চীনে অল্প চাহিদা এবং সরকারি চাপের মধ্যেও এই অঞ্চলে উৎপাদন ক্রমশ বাড়াচ্ছে।

অ্যাপলের সর্বশেষ 15 প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলির জন্য ভারতে অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার থেকে বিক্রি শুরু হয় যা অক্টোবরের শেষ পর্যন্ত চলবে, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা প্রবণতাকে বিশ্লেষণ করে কাউন্টারপয়েন্ট অনুমান করেছে যে মডেলগুলি চতুর্থ ত্রৈমাসিকে ভারতে সামগ্রিক আইফোন 15 বিক্রির 25 শতাংশের মতো হবে, যা আগের প্রজন্মের শীর্ষ-রেঞ্জ মডেলগুলি এক বছর আগের হিসাবের তুলনায় 4 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেশ

Samples from Moon: শিবশক্তি পয়েন্ট থেকে তুলে আনা হবে মাটি ও পাথর, পরবর্তী চন্দ্রাভিযানে প্রস্তুত ISRO

Published

on

নয়াদিল্লি: পালকের মতো চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস রচিত হয়েছে। এবার আরও একধাপ এগনোর পথে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. চন্দ্রপৃষ্ঠ থেকে মাটি এবং পাথরের নমুনা সংগ্রহের পরিকল্পনা করছে তারা (Samples from Moon)। আপাতত প্রস্তাবিত অভিযানের নাম রাখা হয়েছে Lunar Sample Return Mission (LSRM).

চন্দ্রযান অভিযানের আওতায় এখনও পর্যন্ত চন্দ্রপৃষ্ঠেই চাঁদের মাটির নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। এখনও পর্যন্ত পেলোড এবং যন্ত্রপাতির সাহায্যেই নমুনা পরীক্ষা করে দেখা  হয়েছে। গত ২৩ অগাস্ট চাঁদের বুকে অবতরণ করে চন্দ্রযান-৩ মহাকাশযান। যেখানে চন্দ্রপৃষ্ঠ ছোঁয় চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’, ওই জায়গার নাম রাখা হয়েছে শিবশক্তি পয়েন্ট। সেখান থেকেই মাটি তুলে আনা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। (ISRO Next Mission)

ISRO-র Space Application Centre (SAC)-এর ডিরেক্টর নীলেশ দেসাই শুক্রবার পুণেতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, “আরও বড় অভিযানের পরিকল্পনা করছে ISRO, যেখানে শিবশক্তি পয়েন্ট থেকে চাঁদের মাটি এবং পাথরের নমুনা পৃথিবীতে বয়ে আনা হবে। আশাকরি, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছতে পারব আমরা।”

আরও পড়ুন: Martian Green Sky: লালগ্রহ মঙ্গলের আকাশ হঠাৎই সবুজ, এই প্রথম চাক্ষুষ করলেন বিজ্ঞানীরা

চন্দ্রপৃষ্ঠ থেকে মাটি এবং পাথরের নমুনা সংগ্রহ করতে চারটি মডিউল ব্যবহার করা হতে পারে, ট্রান্সফার, ল্যান্ডার, অ্যাসেন্ডার এবং রিএন্ট্রি মডিউল। তাই দু’টি পৃথক উৎক্ষেপক যানও ব্যবহার করতে হবে। তাই এই অভিযান সবদিক থেকেই ব্যতিক্রমী হতে চলেছে। নীলেশ বলেন, “নমুনা সংগ্রহ এবং ফের পৃথিবীতে ফিরে আসার জন্য জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইন লঞ্চ ভেহিকল (GSLV) মার্ক-২ ব্যবহার করতে হবে। উৎক্ষেপণ এবং অবতরণের জন্য ব্যবহার করা হবে লঞ্চ ভেহিকল মার্ক-৩।”

চাঁদের মাটি এবং পাথর সংগ্রহ করতে একটি যন্ত্রচালিত হাত ব্যবহার করা হবে। মাটি-পাথর তুলে অ্যাসেন্ডার মডিউলে মজুত করা হবে। এর পর চাঁদের মাটি থেকে মাটি এবং পাথর নিয়ে ট্রান্সফার মডিউলের সঙ্গে ফের জুড়ে যাবে অ্যাসেন্ডার মডিউলটি। যন্ত্রচালিত হাত সংগৃহীত মাটি-পাথর রি-এন্ট্রি মডিউলে চালান করবে। তার পর ট্রান্সফার এবং রিএন্ট্রি মডেল পৃথিবীর উদ্দেশে রওনা দেবে।

চন্দ্রযান-৩ মহাকাশ যেমন চাঁদের বুকে একচন্দ্রদিবস কাজ করেছে, যা পৃথিবীর ইতিহাসে ১৪ দিন, চাঁদের বুক থেকে মাটি এবং পাথর সংগ্রহ করতেও ওই একই সময়ব্যাপী অভিযান চালানো হবে। ২০২৮ সালে এই অভিযান চালানো হবে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA ইতিমধ্যেই এই কাজে সাফল্য় আর্জন করেছে। পৃথিবীর গা ঘেঁষা থাকা গ্রহাণু ‘বেন্নু’ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে বয়ে এনেছে তাদের OSIRIS-REx মহাকাশযান। সাত বছর পর আবার পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযানটি।

Read More

Continue Reading

দেশ

Chandrayaan-3 Mission : ঘনাল নিকষ অন্ধকার, চাঁদের দেশে চিরঘুমে প্রজ্ঞান, বিক্রম, ইতিহাসের পাতায় চিরউজ্জ্বল হল ভারত

Published

on

নয়াদিল্লি : নিকষ কালো অন্ধকারে আপাতত স্তব্ধ হল ঐতিহাসিক অভিযান। চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডার (Lander Vikram) ও রোভার প্রজ্ঞান (Rover Praggyan) চিরঘুমে ডুবল। চাঁদে সূর্য ডোবার পরে ফের যখন আলোর দেখা পাওয়া যাবে, সেই সময় ইসরোর (ISRO) তরফে ফের সক্রিয় করা হবে বিক্রম ও প্রজ্ঞানকে, এমন প্রত্যাশা এমনিতচেই ছিল বেশ কম। তবুও বিশ্বের প্রথম দেশ হিসেবে ঐতিহাসিক চন্দ্রাভিযানে সেখানকার দক্ষিণ মেরুতে সফল অবতরণের অসাধ্যসাধনের আত্মবিশ্বাসে ভর করে হাল ছাড়েননি ভারতীয় বিজ্ঞানীরা। ক্রমাগত তাঁরা চালিয়ে গিয়েছেন চেষ্টা, যাতে সাড়া মেলে বিক্রম-প্রজ্ঞানের। কিন্তু তেমনটা আর হল না।

চাঁদের দেশে একবার অন্ধকার হয়ে আলো ওঠার পরে সেই মেয়াদও শেষ হয়েছে। চাঁদের মাটিতে বিক্রম নামার পরে দ্বিতীয়বার সেখানে অন্ধকার ঘনিয়ে আসায় আর চিরঘুম কাটিয়ে ওঠার কোনও সম্ভাবনা বিক্রম-প্রজ্ঞানের নেই বলেই দাবি বিজ্ঞানীদের। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাসট্রোফিজিক্সের অধ্যাপক আর সি কপূর জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অস্ত গিয়েছিল সূর্য। দক্ষিণ মেরুতে মাঝে সূর্য ওঠা ও ফের ডোবার পালা কেটে গিয়েছে। ১৫ দিন করে যে পর্ব চলে। অর্থাৎ ৪ অক্টোবর ফের একবার অন্ধকারে ডুবেছে চাঁদ। তাই বিক্রম ও প্রজ্ঞান চিরঘুমে ডুব দিল বলা যায়। কারণ, চাঁদের রাত চলাকালীন প্রায় -২০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকে। সেই তীব্র প্রতিকূল আবহাওয়া কাটিয়ে ফের সক্রিয় হয়ে ওঠার কাজটা এমনিতেই ছিল কার্যত অসম্ভব। তাও চলেছিল চেষ্টা। যদিও শেষমেশ হতে হল ব্যর্থ। থামল ভারতের চাঁদ অভিযান।

গত ২৩ অগাস্ট সন্ধে নাগাদ ইতিহাসের পাতায় নাম তোলে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি ছোঁয় এদেশের চন্দ্রযান ৩। আর বিশ্বের প্রথম দেশ হিসেবে বিক্রম নামে সঙ্কুলময় দক্ষিণ মেরুতে। যারপর বিক্রমের পেট থেকে বেরিয়ে থেকে টানা সপ্তাহ ২ ধরে চাঁদের মাটি থেকে একাধিক তথ্য ইসরোকে পাঠিয়েছে রোভার প্রজ্ঞান। ইসরোর এই সাফল্যকে কুর্নিশ জানায় বিশ্বের তাবড় মহাকাশ গবেষণা সংস্থা। তার পর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চাঁদের মাটিতে কাজ করে গিয়েছে  বিক্রম এবং প্রজ্ঞান। ২ সেপ্টেম্বর ‘রোভার’ এবং ৪ সেপ্টেম্বর ‘ল্যান্ডার’-কে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সেই ঘুম আর ভাঙল না। নিকষ অন্ধকারে চিরঘুমে ডুব দিতে হলেও ইসরো ও ভারতের মহাকাশ গবেষণায় উজ্জ্বল এক ফলক হিসেবে রয়ে গেল ভারতের চন্দ্রযান ৩ অভিযান।

 

আরও পড়ুন- পুজোর মুখে সুখবর শোনাল কলকাতা মেট্রো, ভোররাত পর্যন্ত চালু থাকবে পরিষেবা, কবে কতক্ষণ ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Read More 

Continue Reading

বিজ্ঞান ও প্রযুক্তি

Next Food : কাতারের দুই শিক্ষার্থী এমন একটি থ্রিডি প্রিন্টার তৈরি করেছেন যা ব্যাপক হারে সবজি প্রিন্ট করতে পারে

Published

on

Wisse News: কাতারের দুই শিক্ষার্থী এমন একটি 3D প্রিন্টার তৈরি করেছে যা ব্যাপক হারে সবজি প্রিন্ট করতে পারে, যা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তাহীনতার সমস্যা দূর করবে বলে তারা আশা করে।

মোহাম্মদ আনান, 20, এবং লুজাইন আল মানসুরি, 21, একটি গাজরের প্রোটোটাইপ প্রিন্ট করার জন্য কৃত্রিমভাবে তৈরী করা উদ্ভিজ্জ কোষ এবং UV আলো ব্যবহার করেন | এটা এমন নতুন কিছু উদ্ভাবন যা এখনও সবজি দিয়ে করা হয়নি।

দোহার কার্নেগি মেলন ইউনিভার্সিটির ইনফরমেশন সিস্টেমের এই শিক্ষার্থীরা কাতার ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে অগাস্ট মাসে আয়োজিত বিজনেস ইনকিউবেশন অ্যান্ড এক্সিলারেশন হ্যাকাথনে ফুডটেক বিভাগে শীর্ষ পুরস্কার জিতেছে।

আনান এবং আল মনসুরি স্ক্র্যাচ থেকে তাদের নিজস্ব 3D প্রিন্টার তৈরি করেছিলেন | এই মেশিন তৈরি করতে তাদের প্রয়োজনীয় অংশগুলির জন্য তারা সারা দুনিয়াতে খোঁজ লাগিয়েছেন এবং তৈরী করতে সক্ষম হয়েছেন এমন একটি প্রিন্টার যা বিপ্লবী পদ্ধতিতে একটি গাজর প্রিন্ট করতে পারে।

এখন পর্যন্ত, 3D-প্রিন্টেড খাবার গুলি শাকসবজি বা ফলের পিউরি দিয়ে তৈরি করা হয়েছিল – যা প্রচলিতভাবে উত্থিত হয় – উদাহরণস্বরূপ, যাদের খাওয়ার অক্ষমতা আছে তাদের জন্য খাবার প্রিন্ট করতে। কিন্তু এই পদ্ধতি ব্যাপক উৎপাদন সমর্থন করতে পারে না |

আনান এবং আল মনসুরি যে প্রযুক্তি ব্যবহার করেছে তা মাস্কড স্টেরিওলিথোগ্রাফি প্রযুক্তির উপর নির্মিত এবং যা “কালি” সেট করতে অতিবেগুনী আলো ব্যবহার করে – তাদের 3D প্রিন্টারের জন্য, যা আগে ব্যবহৃত 3D প্রিন্টিং পদ্ধতির তুলনায় অনেক দ্রুত ও এর ফলে বাল্ক প্রিন্টিংয়ে সক্ষম ।

আনান এর বক্ত্যব্য “আমাদের প্রযুক্তি, ব্যাপক হারে উৎপাদন করতে সক্ষম কারণ এটি অতিবেগুনী আলো ব্যবহার করে। রজন দিয়ে অতিবেগুনি রশ্মি ব্যবহার করার আগে এই ধরনের মুদ্রণ করা হয়েছে, কিন্তু ভোজ্য উপাদান এর ক্ষেত্রে এর ব্যবহার আগে কখনও করা হয়নি, “।

কাতারের মাত্র 2.5 শতাংশ এলাকা চাষ যোগ্য, এবং এটি এমন একটি সমস্যা যা অন্যান্য অনেক দেশও সম্মুখীন হয়। “কাতার খাদ্য আমদানির উপর ব্যাপকভাবে নির্ভর করে,” আনান বলেন, দেশটি সম্প্রতি এই নির্ভরতা কমাতে এবং নিজস্ব খাদ্য বাড়াতে কাজ করছে, যেটা সেই দেশে খুবই চ্যালেঞ্জের ।

“যে জমিটি কৃষি যোগ্য নয় তাকে আবাদযোগ্য জমিতে রূপান্তর করা স্পষ্টতই একটি খুব বেশি খরচ এর কাজ তাই আমরা একটি সমাধান দিতে চেয়েছিলাম … এবং আমরা দেখতে পেলাম যে 3D প্রিন্টিং এবং ল্যাব-উত্পাদিত শাকসবজি বা ফল চাষের বিকল্প হিসাবে আসতে পারে।”

উদ্ভিদ কোষ কালচার হিসাবে পরিচিত একটি প্রক্রিয়া ব্যবহার করে, সবজি থেকে কোষ সংগ্রহ করা হয় এবং জীবাণুমুক্ত অবস্থায় ল্যাবে এর অনেক কপি করা হয়। তারা তারপর মেশিনে ব্যবহৃত UV-সংবেদনশীল প্রিন্টার কালি তৈরি করতে ব্যবহার করা হয়। তারপরে কোষগুলিকে গাজরের আকারে বা 3D প্রিন্টার দিয়ে পছন্দের যে কোনও আকারে প্রিন্ট করা যায়।

“আমরা ধারণার প্রমাণ হিসাবে গাজরের উপর ফোকাস করেছি কারণ সেগুলি বিশেষত স্টেম সেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি গবেষণা করা সবজি। তবে ভবিষ্যতে আমরা এমন ফল এবং সবজির দিকে নজর দেব যা খুব জলবায়ু নির্দিষ্ট এবং সেই সবজি প্রিন্ট করার জন্য বিরল, ” – আল মানসুরি বলেছেন।

তিনি যোগ করেছেন যে তাদের 3D-প্রিন্টেড গাজরের একটি প্রচলিতভাবে জন্মানো গাজরের মতো একই পুষ্টির মান রয়েছে, কারণ ল্যাবে মাটির পরিবেশ নকল করা হয়।

Continue Reading
Advertisement
খেলা1 week ago

Gujrat Titans: পেস অ্যাটাকে শামির সঙ্গে উমেশ, নিলাম শাহরুখ খানকে নিয়ে কতটা শক্তিশালী হল গুজরাত শিবির?

খেলা1 week ago

Sunrisers Hayderabad: রেকর্ড দরে দলে কামিন্স, আছেন বিশ্বকাপ ফাইনালের নায়ক, এক নজরে নতুন মরসুমের সানরাইজার্স শিবির

দেশ1 week ago

Rashmika Mandanna Deepfake Case: রশ্মিকা মান্দানার ‘ডিপফেক’ ভিডিও-কাণ্ডে ৪ সন্দেহভাজনের খোঁজ পেল দিল্লি পুলিশ

খেলা1 week ago

Mitchell Starc: আইপিএলের ইতিহাসে সর্বােচ্চ দর পেয়েছেন, এবার নাইট সমর্থকদের জন্য বড় বার্তা স্টার্কের

দেশ1 week ago

Gauri Khan: রিয়েল এস্টেট প্রতারণা মামলায় শাহরুখ-পত্নী গৌরী খানকে নোটিস ED-র!

খেলা1 week ago

IND vs SA: জর্জির প্রথম ওয়ান ডে সেঞ্চুরি, দ্বিতীয় ওয়ান ডে-তে কেন হারতে হল রাহুলদের?

বিদেশ1 week ago

Donald Trump: পুনরায় প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ট্রাম্প, ঘোষণা আমেরিকার আদালতের

দেশ1 week ago

Parliament News Update: সংসদের চেম্বার, লবি-গ্যালারিতে ঢুকতে পারবেন না সাসপেন্ডেড সাংসদরা, সার্কুলার জারি লোকসভার সচিবালয়ের

খেলা1 week ago

IPL Auction: আইপিএল নিলামে রেকর্ডের দিন বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য, দল পেলেন না কেউই

কলকাতা1 week ago

Covid 19: সামনেই ক্রিসমাস, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার

দুর্গা পূজা ২০২৩2 months ago

লালাবাগান সার্বজনীন দুর্গাপূজা

কলকাতা3 months ago

ফ্ল্যাট বিক্রির জালিয়াতির কেস এ অভিনেত্রী নুসরাতের কাছে আরও নথি চাইল ইডি

দেশ3 months ago

ভারত থেকে বেশকিছু কূটনীতিক দের সিঙ্গাপুর, মালয়েশিয়ায় সরালো কানাডা

কর্মখালি3 months ago

পুলিশে 412 ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি

দুর্গা পূজা ২০২৩3 months ago

সল্টলেকে বি কে ব্লক এর মণ্ডপ সজ্জা | দেখুন কিভাবে সেজে উঠছে |

দেশ3 months ago

বানজারা হিলস রোটারী ক্লাব এর উদ্যোগে মৃত্যু পথযাত্রী নিঃসঙ্গ মানুষ দের জন্য Sparsh Hospice

দেশ3 months ago

ব্যবসার ক্ষেত্রে ভারতের ভিসা সাসপেনশন কি প্রভাব ফেলতে পারে ?

কর্মখালি3 months ago

গ্রন্থাগারিক, পিটিআই এবং সহকারী অধ্যাপক পদের বিজ্ঞপ্তি

কলকাতা3 months ago

ED র অফিসার কি আদৌ প্রশিক্ষিত ? বিচার পতির সন্দেহ প্রকাশ |

আবহাওয়া3 months ago

জলবায়ু পরিবর্তন আরও ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ হতে পারে। জানুন কেন?

দুর্গা পূজা ২০২৩2 months ago

বিবেকানন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির দূর্গা পূজা

দুর্গা পূজা ২০২৩2 months ago

লালাবাগান সার্বজনীন দুর্গাপূজা

দুর্গা পূজা ২০২৩2 months ago

গোলাঘাটা সম্মিলনী পূজা কমিটির দুর্গাপূজা

দুর্গা পূজা ২০২৩2 months ago

হাতিবাগান সার্বজনীন দুর্গাপূজা

দুর্গা পূজা ২০২৩2 months ago

আহিরীটোলা সার্বজনীন দুর্গাপূজা

দুর্গা পূজা ২০২৩2 months ago

কুমোরটুলি সার্বজনীন দুর্গাপুজো

দুর্গা পূজা ২০২৩2 months ago

নলিনী সরকার স্ট্রীটের সার্বজনীন দুর্গাপুজো

দুর্গা পূজা ২০২৩2 months ago

আজাদহিন্দবাগ সার্বজনীন দুর্গোৎসব

দুর্গা পূজা ২০২৩2 months ago

মানিকতলা লোহাপট্টি চালতাবাগান এর দূর্গা পুজো

দুর্গা পূজা ২০২৩3 months ago

লেকটাউন অধিবাসী বৃন্দের দূর্গা পূজা

Trending