নয়াদিল্লি: এবারের ‘বিগ বস’-এর (Bigg Boss 17) অন্যতম চর্চিত প্রতিযোগী জুটি অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande) ও ভিকি জৈন (Vicky Jain)। প্রথম থেকেই তাঁরা রয়েছেন শিরোনামে। তবে এবার বোধ হয় সমস্যার সম্মুখীন হতে পারেন দম্পতি। সেই সঙ্গে মুশকিলে পড়তে পারেন নীল ভট্টও (Neil Bhatt)। চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে (breach of contract)। আগামী পর্বের প্রোমোতে তেমনই ঝলক মিলল। ক্ষিপ্ত সঞ্চালক সলমন খানও। ঠিক কী ঘটেছে?
‘বিগ বস’-এর বাড়ি বিপাকে অঙ্কিতা-ভিকি
আগামী শুক্রবারের পর্বের যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে বিগ বসের বাড়িতে থাকা প্রতিযোগীদের বেশ কড়া ভাষায় নিয়ম কানুন মনে করিয়ে দিচ্ছেন সঞ্চালক সলমন খান। অভিনেতা যেমন একদিকে অঙ্কিতা, ভিকি ও নীলকে চুক্তিভঙ্গের ব্যাপারে সতর্ক করেন, তেমনই অন্যদিকে ইশা মালভিয়াকেও বেশ জ্ঞান দিয়েই বলেন নিজের গোটা জীবন উজাড় করে যে প্রাধান্য তিনি উপভোগ করছেন সেই ব্যাপারে।
এই প্রোমোর শুরুতে সলমন খানকে দেখা যায় rapper কিংয়ের পরিচয় দিতে। তিনি এদিনের পর্বের বিশেষ অতিথি হয়ে আসবেন। তারপরই গৃহবন্দি প্রতিযোগীদের দিকে নজর ঘুরিয়ে দেন তিনি।
এবারের ‘বিগ বস’-এ একাধিক আকর্ষণীয় প্রতিযোগীর দেখা মিলেছে। একদিকে যেমন রয়েছেন দম্পতি অঙ্কিতা লোখাণ্ডে ও ভিকি জৈন, অন্যদিকে তেমনই রয়েছেন দুই প্রাক্তন, ইশা ও অভিষেক কুমার। সেই সঙ্গে প্রতিযোগিতায় রয়েছেন ইশার বর্তমান প্রেমিক সমর্থ জুরেলও। সেই বাড়ির নিয়ম কানুনের কথা মনে করিয়ে ইশাকে সলমন বলেন, ‘তুমি মজা পাচ্ছ, এই প্রাধান্যটা পেতে তোমার ভাল লাগছে। এই যে প্রাধান্য, মজা, ভবিষ্যতে গিয়ে কিন্তু বড় বিপদে ফেলবে। এই শোয়ে এসে নিজের পুরো জীবন প্রকাশ্যে এনে ফেলেছ।’ এরপর সমর্থের দিকে ঘুরে সলমন বলেন, ‘আমি আপনার জায়গায় থাকলে প্রথমত তো এই বাড়িতে আসতামই না। আপনাদের দেখে বোকা মনে হচ্ছে একেবারে।’
এরপর সলমন খান তাঁর তিন প্রতিযোগী অঙ্কিতা লোখাণ্ডে, ভিকি জৈন ও নীল ভট্টকে চুক্তির কথা মনে করিয়ে জিজ্ঞেস করেন যে সেখানে দেওয়া শর্তাবলী নিশ্চয়ই তাঁরা পড়েছেন। তাঁদের জিজ্ঞেস করে সলমন জানতে চান যে এই শোয়ে আসার আগেই কে নিজেদের মধ্যে সেই ব্যাপারে কথা বলেছিলেন। ভিকি জৈন স্বীকার করে নেন যে বিগ বসের বাড়িতে প্রবেশের দুই দিন আগে তিনি এই কথা জানান নীলকে। অঙ্কিতাকে সলমন এরপর জিজ্ঞেস করেন যে নীল ও ভিকির এই কথোপকথন সম্পর্কে তিনি জানতেন কি না, অভিনেত্রী জানান যে তিনি পরে জানতে পেরেছেন।
সলমন এরপর বলেন, ‘হ্যাঁ, তাহলে আপনি যখন জানতে পেরেই গিয়েছেন তাহলে এর মানে কী দাঁড়াল?’ এরপর এই কীর্তির ফল কী কী হতে পারে তা বিশ্লেষণ করার দায়িত্ব ভাইজান দেন সানা রইজ খানকে। তিনি বলেন, ‘ভায়াকমের অধিকার আছে যে এখন ওঁদের শো থেকে বের করে দেওয়ার বা এরপর ওঁদের অংশগ্রহণ বন্ধ করে দেওয়ার।’
আরও পড়ুন: Katrina Kaif: প্রথম সারির নায়কদের সঙ্গে একাধিক সম্পর্ক, কেন ভিকির সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ক্যাটরিনা?
ফলে বোঝাই যাচ্ছে শুক্রবারের পর্বে বেশ উত্তপ্ত আলোচনা হতে চলেছে। অঙ্কিতা-ভিকি ও নীলের কি তবে এটাই বিগ বসের বাড়িতে শেষ সপ্তাহ? নাকি তাঁদের সতর্ক করেই ছেড়ে দেওয়া হবে? বলবে সময়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Read More