ওয়াশিংটন: একমাস হতে চলেছে যুদ্ধের। শান্তির পক্ষে সওয়াল করলেও, তার কোনও লক্ষণ এখনও পর্যন্ত নেই। বরং প্রতিদিন হামলার তীব্রতা বেড়েই চলেছে। গাজায় মুহুর্মুহু বোমাবর্ষণ করেই চলেছে ইজরায়েল। তাতে রোজই তর তর করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। সেই নিয়ে আন্তর্জাতিক মহল যখন দ্বিধাবিভক্ত, মুখ খুললেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। হামাসের সমালোচনা করলেও, কারও হাতই সাফ নয় বলে এবার মন্তব্য় করলেন তিনি। (Barack Obama)
ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে সম্প্রতি এই মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, “এই পরিস্থিতিতে গঠনমূলক কিছু করার যদি সুযোগ থাকে, সেক্ষেত্রে জটিলতাও স্বীকার করে নেওয়া প্রয়োজন। যা কিছু ঘটেছে, তার সামগ্রিক সত্যতা স্বীকার করতে হবে।” গাজায় যে নিরন্তর বোমা, রকেট বর্ষণ চলছে, তাতে নিরীহ মানুষরাই বলি হচ্ছেন বলে মন্তব্য করেন ওবামা। (Israel Palestine War)
এর আগে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করেছিলেন ওবামা। তাতে হামাসের তীব্র নিন্দা করলেও, প্যালেস্তাইনের প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন তিনি। এবারও সেই সুরই ধরা পড়ে ওবামার গলায়। তিনি বলেন, “হামাস যা করেছে, তা ভয়াবহ। কোনও ভাবেই তার খণ্ডন সম্ভব নয়। কিন্তু একথাও সত্য যে, প্যালেস্তাইনের অধিগ্রহণ চলছে, সেখানে যা চলছে কোনও মতেই মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে কারও হাত পরিষ্কারই নয়।”
আরও পড়ুন: Israel Palestine War: অধিকাংশই মহিলা এবং শিশু, গাজায় শরণার্থী শিবিরে বোমাবর্ষণ, মৃত ৫১
গত ৭ অক্টোবর থেকে পরিস্থিতি যেদিকে এগিয়েছে, সেই অবস্থায় ইজরায়েলের পক্ষই নিয়েছে আমেরিকা। দেশের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্যের পাশাপাশি, অর্থসাহায্য়ও করছেন। সেই আবহে ওবামার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ তাঁকে বলতে শোনা যায়, “সমস্যার সমাধান করতে হলে, পুরো সত্যটাকে স্বীকার করতে হবে। স্বীকার করতে হবে যে, কারও হাতই পরিষ্কার নয়, আমরা সকলেই কোনও না কোনও ভাবে এই বেআইনি কাজের সহযোগী।”
এখনও পর্যন্ত যে পরিসংখ্যান মিলেছে, সেই অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত গাজায় ৯ হাজার ৪৮৮ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২৪ হাজার ১৫৮। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে ১৫২ জন প্যালেস্তিনীয় নাগরিক মারা গিয়েছেন। ইজরায়েলি সেনার সঙ্গে সংঘর্ষ এবং হামলার মুখে পড়ে সেখানে আহতের সংখ্যা ২ হাজার ১০০। ইজরায়েলের তরফে যুদ্ধে মারা গিয়েছেন ১ হাজার ৪০৫ জন। সে দেশের আহতের সংখ্যা ৫ হাজার ৬০০। সেই আবহে ওবামার দাবি, এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। দশকের পর দশকের ব্যর্থতাই আজ ফুটে উঠছে।
Read More