Bank News: আজ রবিবাররে কারণে ছুটি থাকছে ব্যাঙ্কে (Bank Holidays October)। সোমবার ২ অক্টোবর থাকছে গাঁধী জয়ন্তী। সব মিলিয়ে অক্টোবরে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে না জেনে ব্যাঙ্কে গেলে হবে না আপনার কাজ। দেখে নিন,অক্টোবরে মোট ব্যাঙ্ক ছুটির তালিকা।
Holidays In October: অক্টোবরে কোন কোন দিন ছুটি থাকবে ব্যাঙ্ক
অনেক সময়ে দীর্ঘ ছুটির কারণে বন্ধ থাকে ব্যাঙ্ক। যে কারণে চরম হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। সেপ্টেম্বর মাস শেষ হতে আর কিছুদিন বাকি। শীঘ্রই শুরু হবে নতুন মাস। অক্টোবের ভারতে উৎসবের নতুন মরসুম শুরু হতে চলেছে। এই অববস্থায় দেশের বিভিন্ন স্থানে ব্যাঙ্কগুলিতে প্রচুর ছুটি থাকে। গ্রাহক যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে থেকেই ছুটির তালিকা প্রকাশ করে।
অক্টোবরে কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
গাঁধী জয়ন্তী, নবরাত্রি এবং দশেরার কারণে অক্টোবরে বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আরবিআইয়ের তালিকা অনুসারে, শনি ও রবিবার ছুটি সহ অক্টোবর মাসে মোট ১৫ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। সরকারি খাত ছাড়াও বেসরকারি ও আঞ্চলিক ব্যাঙ্কগুলিতেও ১৫ দিন ছুটি থাকবে। তাই আগে থেকেই দেখে নিন ছুটির তালিকা।
অক্টোবরে কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
1 অক্টোবর 2023- রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
2 অক্টোবর, 2023- গান্ধী জয়ন্তীর কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
8 অক্টোবর, 2023- রবিবারের কারণে সারাদেশের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
14 অক্টোবর, 2023- মহালয়ার কারণে কলকাতায় এবং দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
15 অক্টোবর, 2023- রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
18 অক্টোবর 2023- কাটি বিহুর কারণে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
21 অক্টোবর, 2023- দুর্গাপুজো/মহা সপ্তমীর কারণে আগরতলা, গুয়াহাটি, ইম্ফল, কলকাতার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে৷
22 অক্টোবর 2023- রবিবারের কারণে সারাদেশের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
24 অক্টোবর, 2023- দশেরার কারণে, হায়দরাবাদ এবং ইম্ফল ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
25 অক্টোবর, 2023- দুর্গা পুজোর (দশাই) কারণে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
26 অক্টোবর, 2023- দুর্গা পুজো (দসাই)/অ্যাক্সিশন ডে ব্যাঙ্কগুলি গ্যাংটক, জম্মু এবং শ্রীনগরে বন্ধ থাকবে।
27 অক্টোবর, 2023- দুর্গা পুজোয় (দশাই) গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
28 অক্টোবর, 2023- লক্ষ্মী পুজো এবং চতুর্থ শনিবারের কারণে কলকাতা সহ সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
29 অক্টোবর, 2023- সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
31 অক্টোবর, 2023- সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে আহমেদাবাদে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
Bank Holidays 2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx – এ যেতে পারেন।
Bank Holidays List in 2023: Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে’। এছাড়া রয়েছে-‘ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস’। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর ! ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে এই সময়
Read More