কলকাতা: ভোটের মুখে বেটিং অ্যাপ (Betting App) কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল ছত্তীসগঢ়ের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। বিদেশ মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ইডির নোটিস পৌঁছেছিল রাজস্থানের (Rajasthan) বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ছেলের কাছে! প্রশ্নফাঁসকাণ্ডে তল্লাশি চলেছিল রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতে। বিজেপির (BJP) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে জোর প্রচার চালিয়েছিল কংগ্রেস (Congress)। কিন্তু, ভোটের ফলেই স্পষ্ট যে, প্রতিহিংসার তত্ত্ব সাধারণ মানুষের মনে কার্যত কোনও প্রভাবই ফেলতে পারেনি।
৪ রাজ্যের ভোটের ফল বেরতে দেখা গেল, ৩ রাজ্যেই বিজেপির জয়জয়কার। মোদি-ঝড়ে যেন খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। রাজস্থান এবং ছত্তীসগঢ়- এই দুই রাজ্যে পাঁচ বছরেই শেষ হয়ে গেল কংগ্রেসের ইনিংস। পর্যবেক্ষকদের মতে, এই দুই রাজ্যের ফল শুধু কংগ্রেসের কাছে ধাক্কা নয়। পশ্চিমবঙ্গের জন্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কেন? কী কারণ?
রাজস্থান এবং ছত্তীসগঢ়, এই দুই রাজ্যেই ক্ষমতায় থাকা কংগ্রেসের বিরুদ্ধে ছিল দুর্নীতির অভিযোগ। পশ্চিমবঙ্গের মতো রাজস্থানেও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মাথাচাড়া দিয়েছিল। যার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিংহ ডোটাসরার জয়পুর ও সীকরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। মুখ্যমন্ত্রীর ছেলে বৈভবকেও ইডি সমন পাঠায়। মরুরাজ্যের প্রচারে এই ইস্যুতে মূলত হাতিয়ার করেছিল বিজেপি। ক্ষমতায় এলে দুর্নীতির তদন্তে SIT গঠন করা হবে বলে ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
অন্যদিকে ছত্তীসগঢ়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিদ্ধ হয়েছিলেন বেটিং অ্যাপ কেলেঙ্কারির অভিযোগে। যা নিয়ে প্রচারে গিয়ে সরব হয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি। ভোটের ফল বেরতে দেখা গেল রাজস্থান এবং ছত্তীসগঢ় এই দুই রাজ্যে কংগ্রেস সরকারকে সরিয়ে ক্ষমতায় এল বিজেপি।
আরও পড়ুন, ‘এটা সবে ঝড়, লোকসভা ভোটে মোদি সুনামি দেখবে দেশ’, ৩ রাজ্যে BJP’র জয়ে ‘আপ্লুত’ শুভেন্দু
প্রসঙ্গে কেন পশ্চিমবঙ্গ ?
এই দুই রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এখন প্রধান ইস্যু দুর্নীতি। বিভিন্ন দুর্নীতির মামলায় তৃণমূলের দুই মন্ত্রী, দুই বিধায়ক এবং অনুব্রত মণ্ডলের মতো নেতা জেলে। যা নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিজেপি।
পাল্টা তৃণমূলের তরফে রাজনৈতিক প্রতিহিংসা, এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ তোলা হচ্ছে ঠিকই। তবে, অনেকে সেই একই যুক্তি রাজস্থান এবং ছত্তীসগঢ়ে কংগ্রেসও দিয়েছিল। ভোটের ফল বলছে, মানুষ তাদের ওপর আস্থা রাখেনি। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, রাজস্থান, ছত্তীসগঢ়ের ফল দেখে বিজেপি কি পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে আক্রমণের ধার আরও বাড়াবে?
তবে কি আসন্ন লোকসভা ও আগামী বিধানসভা ভোটে দুর্নীতি ইস্যু কি তৃণমূলের অস্বস্তি বাড়াবে?
রাজস্থান, ছত্তীসগঢ় কি বাংলার শাসকদলের কাছে অ্যালার্ম কল হতে চলেছে? সম্প্রতি তৃণমূল, বিজেপির পরস্পরের উদ্দেশে চোর স্লোগান ঘিরে উত্তপ্ত হয়েছিল বিধানসভা চত্বর। আগামীদিনে দুর্নীতি ইস্যুতে এই সংঘাতের পারদ কি আরও চড়বে? সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
Read More